গাঁজাসহ মোস্তফাকে আটক করেছে দীঘিনালা থানা পুলিশ


admin প্রকাশের সময় : নভেম্বর ২৯, ২০২৪, ৭:১২ অপরাহ্ন /
গাঁজাসহ মোস্তফাকে আটক করেছে দীঘিনালা থানা পুলিশ

 

সোহেল রানা : খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের মধ্য বোয়ালখালী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ কেজি ৫০ গ্রাম গাঁজাসহ মো. মোস্তফা (৩১) নামে এক ব্যক্তিকে আটক করেছে দীঘিনালা থানা পুলিশ।

২৮ নভেম্বর বৃহস্পতিবার রাত ৮টায় দীঘিনালা থানার একটি দল, পুলিশের সংগীয় কর্মকর্তা ও ফোর্সসহ, নূর মোহাম্মদের বাড়ির পাশে দীঘিনালা-মেরুং সড়কে অভিযান চালিয়ে মোস্তফাকে আটক করে। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয় এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, “১ কেজি ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং পূর্বে তার নামে কোনো মামলা রয়েছে কিনা তা তদন্ত করা হচ্ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।”