খ্রিষ্ট ধর্মাবলম্বীদের বড় দিন উদ্‌যাপন উপলক্ষ্যে সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ।


admin প্রকাশের সময় : ডিসেম্বর ২১, ২০২৪, ৩:৪৯ অপরাহ্ন /
খ্রিষ্ট ধর্মাবলম্বীদের বড় দিন উদ্‌যাপন উপলক্ষ্যে সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ।

ডেস্ক রিপোর্টঃ

 

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড় দিন উদ্‌যাপন উপলক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলার থানচি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় মানবিক সহায়তার অংশ হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

 

আজ (শনিবার) (২১ ডিসেম্বর ২০২৪) সকালে সেনাবাহিনীর ১৬- ইস্ট বেঙ্গল রেজিমেন্টের দায়িত্বপূর্ণ বাকলাই পাড়া সাবজোনের প্রাতাপাড়ায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। দি ম্যাজেস্টিক টাইগারস (১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট)- এর অধিনায়কের পক্ষে পাড়াবাসীর জন্য খাদ্য সামগ্রী বিতরণ করেন বাকলাই পাড়া সাবজোন কমান্ডার।

 

এদিন বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, চাল ৪০ কেজি, ডাল ১০ কেজি, তেল ১০ লিটার, চিনি ১০ কেজি, চা পাতা ৫ কেজি, লবণ ৫ কেজি ও আনুষঙ্গিক মসলা।

 

খাদ্য সহায়তা গ্রহণ শেষে প্রাতাপাড়া এলাকার কমিউনিটি ব্যাপ্টিস্ট চার্চের ধর্মগুরু সার তিলং বম ও ভারপ্রাপ্ত কারবারি পাকতিলরং বম বলেন, ‘এটি আমাদের ধর্মীয় বড় উৎসব। সেনাবাহিনী আমাদের যে সহযোগিতা করেছে তা দিয়ে আমরা পাড়াবাসী, পরিবার-পরিজন নিয়ে নির্বিঘ্নে উৎসবের আয়োজন করতে পারবো।’

 

১৬-ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লে. কর্নেল সর্দার জুলকার নাইন জানিয়েছেন, দুর্গম পাহাড়ে অবস্থিত খ্রিষ্টান ধর্মাবলম্বীদের চার্চগুলোতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর নিরাপত্তা টহল থাকবে। পাহাড়ে বসবাসরত সব জনগোষ্ঠীর নিরাপত্তা রক্ষার পাশাপাশি সবার মাঝে সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনী বদ্ধপরিকর।