খাগড়াছড়ির বন্যা দূর্গতদের পাশে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড


admin প্রকাশের সময় : আগস্ট ২৪, ২০২৪, ১২:০৫ অপরাহ্ন /
খাগড়াছড়ির বন্যা দূর্গতদের পাশে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড

 

সবুজ পাতার ডেস্ক : খাগড়াছড়ির বন্যা দূর্গত অসহায় দুঃস্থদের ত্রাণ সহায়তা দিয়ে পাশে দাঁড়ালো মানবাধিকার সংগঠন “কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড” (সম্মিলিত মানবাধিকার বিশ্ব) এর খাগড়াছড়ি জেলা শাখা।
শনিবার সকাল ১০ টায় নারান খাইয়াস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে শতাধিক বন্যার্তদের মাঝে চাল, ডাল, তেল, আলু, পেয়াঁজ, লবনসমেত জনপ্রতি ১টি করে প্যাকেট তুলে দেওয়া হয়। এসময় সংগঠনের সভাপতি অংচিংনু মারমা বলেন, “আমাদের সংগঠনটি নতুন, মানবতার কল্যাণে নিয়োজিত সংগঠনটির লক্ষ্যই হচ্ছে মানবসেবা। আত্মমানবতার কল্যাণে প্রত্যেককে নিয়োজিত রাখা উচিত।”
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক চাইথোয়াই অং মারমা, সহ সভাপতি সুবোধ কুমার চাকমা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রবি শংকর চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক ‘দৈনিক সবুজ পাতার দেশ’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: জুলহাস উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শ্যামল মিত্র চাকমা, সাংগঠনিক সম্পাদক ঊর্মি চাকমা, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক প্রিয়াঙ্কা দে, সাংবাদিক চাইথোয়াই মারমা, সাংবাদিক দেব প্রসাদ ত্রিপুরা ও সাংবাদিক সুজন বড়ুয়া প্রমুখ।