খাগড়াছড়িতে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারি ৫, ২০২৫, ৮:৩৩ অপরাহ্ন /
খাগড়াছড়িতে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন

 

মোঃ শরিফুল ইসলাম ভূঁইয়া আসাদ : জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন করা হয়েছে খাগড়াছড়িতে । এ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ও শ্রেষ্ঠ পাঠাগারের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।

৫ ফেব্রুয়ারি বুধবার সকালে জেলা শহরের টাউন হল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। পরে বিদ্যালয়ের অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্য শেফালিকা ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।

আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, “একটি জাতির উন্নতি ও অগ্রগতির জন্য শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর শিক্ষার অন্যতম প্রধান ভিত্তি হলো গ্রন্থাগার। এবারের প্রতিপাদ্য ‘সমৃদ্ধ হোক গ্রন্থাগার, এই আমাদের অঙ্গীকার’ সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “গ্রন্থাগার কেবল বইয়ের সংগ্রহশালা নয়, এটি একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনের অন্যতম মাধ্যম। ডিজিটাল যুগে তথ্য সহজলভ্য হলেও গ্রন্থাগারের গুরুত্ব কমেনি, বরং আরও বেড়েছে। পার্বত্য অঞ্চলে শিক্ষা ও সাংস্কৃতিক বিকাশে জেলা পরিষদ কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য, শিক্ষার্থী ও যুবসমাজকে বই পড়ায় আগ্রহী করা এবং গ্রন্থাগারের প্রতি অনুরাগ সৃষ্টি করা। সরকারও এ লক্ষ্যে নানা উদ্যোগ নিয়েছে, যার মধ্যে গণগ্রন্থাগার অন্যতম।”

এ সময় শ্রেষ্ঠ পাঠাগার হিসেবে চাকমা সাহিত্য বাহ লাইব্রেরি (প্রথম স্থান), মাস্টার দা সূর্যসেন গণ-পাঠাগার (দ্বিতীয় স্থান) এবং মহালছড়ি হেমন্ত পাড়া পাঠাগার (তৃতীয় স্থান) নির্বাচিত হয়। বিজয়ী পাঠাগারগুলোর প্রতিনিধিদের সনদপত্র প্রদান করা হয় এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার তফিকুল আলম, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ, জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক ও লাইব্রেরিয়ান ওয়েন চাকমা প্রমূখ।