খাগড়াছড়ি পুলিশ টিআরসি পদে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ


admin প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২৪, ৯:১৭ অপরাহ্ন /
খাগড়াছড়ি পুলিশ টিআরসি পদে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ

 

জসীম উদ্দিন জয়নাল ঃ সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে খাগড়াছড়ি পার্বত্য জেলায় বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, সেপ্টেম্বর/২০২৪ এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে।
১৯ নভেম্বর মঙ্গলবার সকালের দিকে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধানে খাগড়াছড়ি পুলিশ লাইন্স ড্রিলশেডে উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হয়।
এসময় বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি ও নিয়োগ বোর্ডের সদস্য এ.বি.এম নায়হানুল বারী, অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুন্ড সার্কেল), চট্টগ্রাম; মোঃ ওয়ালী উল্লাহ, সহকারি পুলিশ সুপার (ছাগলনাইয়া সার্কেল) ফেনী এবং খাগড়াছড়ি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সৈয়দ মুমিদ রায়হান, সহকারী পুলিশ সুপার (এসএএফ)সহ নিয়োগ কার্যক্রমের সাথে সম্পৃক্ত পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।