দেব প্রসাদ ত্রিপুরা : খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নব নিয়োগ প্রাপ্ত চেয়ারম্যান ও ত্রিপুরা সম্প্রদায়ের সদস্যরা সংবর্ধিত। ১৫ নভেম্বর শুক্রবার এই সংবর্ধনার আয়োজন করেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ ও ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম।
খাগড়াছড়ির মিলনপুরস্থ ত্রিপুরা সংসদের কেন্দ্রীয় কার্যালয়ে এই বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংসদের সভাপতি সুশীল জীবন ত্রিপুরা। এ সময় নব নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা, শেফালিকা ত্রিপুরা, ধনেশ^র ত্রিপুরা ও জয়া ত্রিপুরা সংবর্ধনা গ্রহণ করেন। অতিথিদের ফুলের তোড়া, সম্মাননা স্মারক ও উত্তরীয় পরিয়ে বরণ করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে পাজেপ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা বলেন, ‘আপনারা আমার অভিভাবক। আপনাদের আশীর্বাদ আমার সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা। আপনাদের পরামর্শেই আমি সামনে এগোতে চাই। ত্রিপুরা জাতি এখনো অনেক পিছিয়ে রয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় জাতিকে এগিয়ে নিতে আপনারা পাশে থাকবেন, সহযোগিতা করবেন এই প্রত্যাশা কামনা করি’’।
ত্রিপুরা সম্প্রদায়ের অন্যতম পাজেপ সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। ত্রিপুরা সম্প্রদায় অন্যদের চেয়ে শিক্ষায় অনেক পিছিয়ে রয়েছে। তাই সবার আগে শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে হবে। এ জন্য জাতির সকলেই ঐক্যবদ্ধ হয়ে চেয়ারম্যানকে সহযোগিতা করা প্রয়োজন।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা সংসদের সাবেক সভাপতি সুরেশ মোহন ত্রিপুরা, সাধারণ সম্পাদক বিভাষ ত্রিপুরা, সদর উপজেলা সভাপতি বিপ্লব ত্রিপুরা ও মাটিরাঙ্গা উপজেলা সভাপতি কীর্তি ভূষণ ত্রিপুরা প্রমূখ।
অপরদিকে খাগড়াছড়ির নৃত্য শিল্পীদের পক্ষে পাজেপ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে ফুল দিয়ে ও উত্তরীয় পরিয়ে অভিনন্দন জানান হেলী এিপুরা ও নজরুল ইসলাম।
আপনার মতামত লিখুন :