সবুজ পাতার ডেস্ক : খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের উদ্যোগে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৪ আগস্ট শনিবার সকালে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের সামনে জেলা ও দায়রা জজ মোঃ আব্দুল্লাহ আল মামুন নিজে উপস্থিত থেকে ১০ গ্রামের ২শতাধিক পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী যথাক্রমে চাউল ডাল আলু তৈল ও লবণ বিতরণ করেন।
বিতরণ কালে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা জজ মোঃ শাহাদাৎ হোসেন, জেলা লিগেল এইড এর সিনিয়র সহকারী জজ রাজীব দে, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিট্রেট সেজুতি জান্নাত, এ্যাডভোকেট মোঃ মালেক মিন্টু, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ জহুরুল আলম, সহ-সভাপতি এইচ.এম. প্রফুল্ল, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জসীম উদ্দিন মজুমদার, মোঃ শাহরিয়ার ইউনূস, রিপন সরকার প্রমূখ।
খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের এ মহতি উদ্যোগ ২২ আগস্ট থেকে অদ্যবধি চলমান রয়েছে।
আপনার মতামত লিখুন :