খাগড়াছড়িতে ৮ শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমি ভবন উদ্বোধন


admin প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২৩, ৮:০২ অপরাহ্ন /
খাগড়াছড়িতে ৮ শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমি ভবন উদ্বোধন

 

সবুজ পাতার ডেস্ক : শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নির্মিত খাগড়াছড়ি জেলার ৮ শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। ১২নভেম্বর রবিবার দুপুরের দিকে খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি আদর্শ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নলেন্দ্র লাল ত্রিপুরা’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা।
এ দিন খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়,খাগড়াছড়ি মিউনিসিপাল মডেল উচ্চ বিদ্যালয়,মুনিগ্রাম উচ্চ বিদ্যালয়,মহালছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়,মুন্সী আবদুর রউফ উচ্চ বিদ্যালয়,চুংড়াছড়ি উচ্চ বিদ্যালয়,দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়,মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসা এর একাডেমি ভবনসহ মোট ৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের নব-নির্মিত একাডেমি ভবন উদ্বোধন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা,সহকারী পুলিশ সুপার সৈয়দ মুমিদ রায়হান,জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া,খাগড়াছড়ি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রিসলি চাকমা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সনজীব ত্রিপুরা,পেরাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা প্রমূখ।