সবুজ পাতার ডেস্ক :: খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে। ১৯ মার্চ মঙ্গলবার সকাল ১১টায় খাগড়াছড়ি জোন মাঠে ৪ শতাধিক জনসাধারনের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার বিতরন করা হয়। উপহার সামগ্রীর মধ্যে মধ্যে, সেমাই, নুডলস, চাল, মুড়ি, ছোলা, চিনি, ডাল প্রভৃতি। পবিত্র রমজান উপলক্ষে খাগড়াছড়ি সদর সেনা জোনের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান এসপিপি, এনডিসি, পিএসসি।
এসময় খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল আবুল হাসনাত জুয়েল,পিএসসি, খাগড়াছড়ি রিজিয়নের বিএম মেজর মোঃ সাদাত হোসেন, জোনের এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন তানজিম ফাহিম হিমেল, কোম্পানী কমান্ডার ক্যাপ্টেন ইজাজ আহমেদ সাজিন ও ক্যাপ্টেন মাহফুজুল ইসলাম উপস্থিত ছিলেন।
ঈদ শুভেচ্ছা উপহার বিতরণকালে ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান বলেন, ‘‘এই রোজায় আমরা কোন ইফতার পার্টি না করে জনসাধারণের সাথে থাকবো। প্রধানমন্ত্রীর, সেনা প্রধান ও জিওসি’র দিকনির্দেশনায় এবার ইফতার পার্টি না করে রোজা ও ঈদের আনন্দ ভাগাভাগী করতে এমন উদ্যোগ নেয়া হয়েছে। ঈদের আনন্দ বহু গুণ বাড়িয়ে দিতে খাগড়াছড়ি সদর জোন কমান্ডার আজকে চারশ জনকে ঈদ সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে দেড় হাজার জনকে ঈদ সামগ্রী দেওয়া হয়েছে। আরো প্রায় চার হাজার জনকে দেয়ার প্রক্রিয়া চলছে। বাংলাদেশ সেনাবাহিনী সব সময় সকলের পাশে ছিলো,আছে এবং ভবিষ্যতেও থাকবে’’।
এদিকে-রোজার প্রথম দিন থেকে খাগড়াছড়ির ৬টি ক্যাম্প ও সদর জোনে অসহায় ৫ জন করে প্রতিদিন নুন্যতম ৩৫ জন রোজাদার ব্যক্তির মাঝে ইফতার বিতরন করা হচ্ছে । পুরো রোজায় এ ধারা অব্যাহত থাকবে।
ঈদ সামগ্রী নিতে আসা মোঃ ইউনুস, মোঃ আবুল কাসেম, মরিয়ম, নূর আরা বেগম বলেন, রোজার মাসে সেনা জোন থেকে ঈদ সামগ্রী পেয়ে আমরা আল্লাহ সোবাহানা তায়ালার কাছে শুকরিয়া আদায় করছি।
আপনার মতামত লিখুন :