প্রতিনিধি:
খাগড়াছড়ির গুইমারায় সেনাবাহিনীর অভিযানে প্রায় দুই একর জমিতে চাষ করা গাঁজা খেত ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে সিন্দুকছড়ি জোনের গড়াইছড়ি সেনা ক্যাম্পের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। ধ্বংস হওয়া গাঁজা খেতের আনুমানিক বাজারমূল্য প্রায় অর্ধ কোটি টাকা।
সেনাবাহিনী জানায়, পাহাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলো গোপনে গাঁজা চাষ করছিল। সিন্দুকছড়ি জোনের অধিনায়ক লে. কর্নেল ইসমাইল শামস আজিজির নির্দেশে এবং উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক তাসনিমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানকালে সেনাসদস্যরা পুরো এলাকাটি তল্লাশি করে এবং গাঁজা গাছ পুড়িয়ে ধ্বংস করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই অঞ্চলে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী গোষ্ঠীগুলো গাঁজা চাষ ও এর ব্যবসা পরিচালনা করে আসছিল, যা প্রশাসনের নজর এড়িয়ে যাচ্ছিল। সেনাবাহিনীর এই পদক্ষেপ স্থানীয় মাদক চাষ ও বাণিজ্যের বিরুদ্ধে বড় ধরনের সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, মাদকের বিস্তার তরুণ সমাজের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছিল। এই অভিযান মাদকবিরোধী কার্যক্রমকে আরও শক্তিশালী করবে বলে তারা আশা প্রকাশ করেন।
অভিযানে সরাসরি জড়িত কাউকে আটক করা সম্ভব না হলেও অভিযুক্তদের চিহ্নিত করতে তদন্ত চলছে বলে জানিয়েছেন সেনা কর্মকর্তারা। অভিযানের সময় উদ্ধারকৃত গাঁজা গাছ স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে ধ্বংস করা হয়।
সেনাবাহিনী জানিয়েছে, ভবিষ্যতে মাদক চাষ ও এর সাথে জড়িত অপরাধীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই উদ্যোগ মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
লে. কর্নেল ইসমাইল শামস আজিজি বলেন, “মাদকবিরোধী অভিযান শুধু সেনাবাহিনীর নয়, সমাজের সকলের দায়িত্ব। আমরা এলাকাবাসীর সহযোগিতা চাই, যেন একসাথে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পারি।”
সেনাবাহিনীর এই কার্যক্রম মাদক নিয়ন্ত্রণে নতুন আশার সঞ্চার করেছে।
আপনার মতামত লিখুন :