প্রতিনিধি : খাগড়াছড়িতে ৫কোটি টাকার সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ৬নভেম্বর সোমবার দুপুরে শহরের নিউজিল্যান্ড সড়কের ভিত্তিপ্রস্তর করেন শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা। শহরের নিউজিল্যান্ড মোড় থেকে পেরাছড়া বাজার পর্যন্ত ৫কোটি টাকা ব্যয়ে ১দশমিক ৬কিলোমিটার সড়কটি নির্মাণ করা হবে।
নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় খাগড়াছড়ি পৌরসভা কাজটি বাস্তবায়ন করছে। এর আগে ৪কোটি টাকা ব্যয়ে খাগড়াছড়ি পৌর সভাধীন নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (ওটএওচ) আওতায় দক্ষিণ খবংপড়িয়া এলাকার আরসিসি রাস্তা ও ড্রেন উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। এ সময় খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া,জেলা পরিষদের সদস্য খোকনেশ্বর ত্রিপুরা, পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম,পৌর কাউন্সিলর অতীশ চাকমাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :