আবদুল আলী, বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলার ওলামা শাখার উদ্যোগে ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৩০ নভেম্বর, শনিবার সকাল ১১টায় দারুল আইতাম এতিমখানার সম্মেলন কক্ষে এই সম্মেলন আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা শেখ আহমদ মজুমদার।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ আমিরুজ্জামান। তিনি তার বক্তব্যে বলেন, “নামাজ যেমন ফরজ, তেমনি দ্বীনের দাওয়াতও মানুষের কাছে পৌঁছানো ফরজ। কোরআন শুধু তিলাওয়াতের জন্য নয়, বরং তা জীবনে আমল করার জন্য।”
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ড. অধ্যক্ষ মাওলানা শাহজাহান আল মাদানী। তিনি বলেন, “পথহারা মানুষকে ইসলামের পথে দাওয়াত দিতে আলেম-ওলামাদেরই এগিয়ে আসতে হবে। এ জন্য তাদের গভীর অধ্যয়ন ও গবেষণার পাশাপাশি অর্জিত জ্ঞান জীবনে বাস্তবায়ন করতে হবে।”
বিশেষ বক্তা অধ্যক্ষ মুফতি ফারুক আহমাদ তার বক্তব্যে বলেন, “দ্বীনের দাওয়াতের কাজ কখনো কোনো অবস্থাতেই বন্ধ করা যাবে না। যেকোনো পরিবেশে, যেকোনো স্থানে এই দাওয়াত চালিয়ে যেতে হবে।”
বিশেষ অতিথি মাওলানা আবুল কালাম বলেন, “ওলামা মাশায়েখদের যেকোনো পরিস্থিতিতে আল্লাহ ও তাঁর রাসূলের প্রদর্শিত পথে দৃঢ় থাকতে হবে।”
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি পার্বত্য জেলার আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন এবং জেলা নায়েবে আমীর অধ্যক্ষ আবুল হোসেন।
আপনার মতামত লিখুন :