খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক : “নিরাপদ মাছে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি জেলা মৎস্য অফিসের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে।
২৫ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দিকে জেলা মৎস্য অফিস প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে বেলুন ও কবুতর উড়িয়ে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান(প্রতিমন্ত্রী পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি। পরে জেলা পরিষদের সদস্য ও মৎস্য বিভাগের আহ্বায়ক শতরুপা চাকমা’র সভাপতিত্বে অত্র ইনস্টিটিউটের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষ্যে আলোচনা সভায় ভ্যালেন্টিনা ত্রিপুরা’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন,মাছ অত্যন্ত লাভজনক ব্যবসা। বেঁচে থাকতে হলে,আমাদের শরীরের জন্য প্রচুর আমিষের প্রয়োজন। মাছে আমিষের পরিমাণ বেশি থাকে। মাংসের চেয়ে মাছে আমিষের পরিমাণ বেশি হওয়ায় আজ দেশে বিদেশে মাছের চাহিদা বেশি।
একসময় পার্বত্যাঞ্চলে চিংড়ি মাছ পাওয়া যেত,কিন্তু কালে-ভদ্রে আজ প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। কাজেই চিংড়ি মাছসহ বিভিন্ন প্রজাতির মাছের উৎপাদন পরিমাণ বৃদ্ধি করতে হবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: শানে আলম, জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, খাগড়াছড়ি সদর সার্কেল’র অতিরিক্ত পুলিশ সুপার মো: তৌফিকুল আলম, জেলা মৎস্য কর্মকর্তা ড. মো: আরিফ হোসেন প্রমূখ।
এছাড়াও খাগড়াছড়ি বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের সহকারী পরিচালক শরৎ কুমার ত্রিপুরা, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক(ভারপ্রাপ্ত) মো: জসীম উদ্দিন, জেলা ক্রীড়া অফিসার মো: আফাজ উদ্দিন, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন প্রধান শিক্ষিকা ত্রিনা চাকমাসহ মৎস্য চাষী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পরে জেলা পরিষদ পার্কের পুকুরে পোনা মাছ অবমূক্তকরন ও মৎস্য চাষীদের মাঝে পোনা মাছ বিতরন করা হয়।
আপনার মতামত লিখুন :