খাগড়াছড়ি জেলা বিএনপির সংবাদ সম্মেলন


admin প্রকাশের সময় : জুলাই ২০, ২০২৩, ১১:০২ পূর্বাহ্ন /
খাগড়াছড়ি জেলা বিএনপির সংবাদ সম্মেলন

প্রতিনিধি : খাগড়াছড়িতে বিএনপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুলাই খাগড়াছড়িস্থ কলাবাগান এলাকার বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া জানান, ‘‘খাগড়াছড়িতে কেন্দ্রীয় কর্মসূচীর আলোকে সমগ্র বাংলাদেশে, আওয়ামী সরকারের পদত্যাগ সহ নির্দলীয়, নিরপেক্ষ সরকার পূনঃপ্রতিষ্ঠার ১ দফা দাবীতে ১৮জুলাই “পদযাত্রা কর্মসূচী” পালন করার সময় আওয়ামী লীগ সন্ত্রাসীরা বিএনপি নেতাকর্মীদের উপর হামলা করে এবং অফিসের আসবাবপত্র ভাংচুর ও লুটপাট করে। এ হামলায় বিএনপির ১৭০ নেতাকর্মী আহত হয়। এতে ৪ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে প্রেরন করা হয়। অন্যান্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এই ঘটনার রেশ টেনে ১৮জুলাই বিকাল ৫ঘটিকার পর হইতে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সেলিম, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক আশীষ দত্ত, কোষাধক্ষ্য স্বপন পাল এবং বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের মাটিরাঙ্গা বাজারস্থ ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে সন্ত্রাসীরা। সন্ধ্যায় পানছড়ি উপজেলা বিএনপি কার্যালয় ভাঙচুর করে।
এছাড়া গতকাল মধ্য রাত ১২ঘটিকার সময় জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুলাহ আল নোমান সাগরের গঞ্জপাড়াস্থ বাড়ী, বিএনপির সদস্য আক্তার হোসেনের বাড়ী, শালবন এলাকায় ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ কুদ্দস ও জেলা যুবদলের সহ-সভাপতি আমির খান ঝিনুকের বাড়ী ভাংচুর করে।
খাগড়াছড়ি জেলা বিএনপি এসকল নৈরাজ্য ও ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে এযাবতীয় ঘটনা বন্ধ করে দ্রুত সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি। অন্যথায় জেলা বিএনপি কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে।