ইসকন নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা 


admin প্রকাশের সময় : নভেম্বর ২৯, ২০২৪, ৬:২৪ অপরাহ্ন /
ইসকন নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা 

 

 

শাহজাহান কবির সাজু : খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় স্থানীয় মুসলিম তাওহিদী জনতার আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ নভেম্বর, শুক্রবার  মিছিলটি পানছড়ি বাজার জামে মসজিদ থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তী সভাটি জিয়া স্কয়ার মোড়ে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন পানছড়ি বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মো. দলিলুর রহমান। সঞ্চালনায় ছিলেন জামায়াতে ইসলামী পানছড়ি শাখার সাধারণ সম্পাদক মাওলানা মো. নুরুজ্জামান।

বক্তারা এ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার নিন্দা জানান এবং হত্যার জন্য দায়ীদের বিচার ও ক্ষতিপূরণ প্রদানের দাবি তোলেন। এছাড়াও, বক্তারা বাংলাদেশে ইসকন নিষিদ্ধ করার আহ্বান জানান।

উল্লেখযোগ্য বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন পানছড়ি মডেল মসজিদের ইমাম মাওলানা সাব্বির মাহামুদ রশিদী, বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম, ও ইসলামী আন্দোলনের সভাপতি মো. আবু বক্কর।