ইসকন কর্তৃক আইনজীবী হত্যা ও মসজিদে হামলার প্রতিবাদে মানিকছড়িতে পথসভা ও মানববন্ধন


admin প্রকাশের সময় : নভেম্বর ৩০, ২০২৪, ১২:০৮ অপরাহ্ন /
ইসকন কর্তৃক আইনজীবী হত্যা ও মসজিদে হামলার প্রতিবাদে মানিকছড়িতে পথসভা ও মানববন্ধন

 

মানিকছড়ি সংবাদদাতা : রাষ্ট্রপক্ষের আইনজীবীকে হত্যা ও চট্রগামে মসজিদে হামলার প্রতিবাদে খাগড়াছড়ির মানিকছড়িতে পথসভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৯ নভেম্বর শুক্রবার জুমার নামাজের পর মানিকছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে মানিকছড়ি উপজেলার সর্বস্তরের মুসলিম তৌহিদী জনতা’র ব্যানারে সংক্ষিপ্ত পথসভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তারা বলেন, ইসকন ধর্মকে ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে। তারা এদেশে বসবাসরত সকল ধর্মের মানুষের মাঝে দাঙ্গা সৃষ্টির মাধ্যমে সাম্প্রতিক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছে। চট্টগ্রামে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার মধ্যদিয়ে ইসকন প্রমাণ করেছে যে, ইসকন একটি মুসলিম বিদ্বেষী সন্ত্রাসী জঙ্গি সংগঠন। তাই বাংলাদেশে ইসকানের সকল অপকর্ম বন্ধসহ রাষ্ট্রপক্ষের আইনজীবীকে হত্যা ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।’’