ইউরোপের যে সিদ্ধান্তের নিন্দায় রাশিয়া


admin প্রকাশের সময় : জুন ৬, ২০২২, ৬:২৫ অপরাহ্ন /
ইউরোপের যে সিদ্ধান্তের নিন্দায় রাশিয়া

পূর্ব ইউরোপের তিন দেশের দেওয়া নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সার্বিয়া সফরে যেতে পারেননি। আজ সোমবারই তার সার্বিয়ার রাজধানী বেলগ্রেদে যাওয়ার কথা ছিল। এই তিন দেশ রাশিয়ার জন্য তাদের আকাশ সীমা বন্ধ করে দেওয়ায় মূল বিপত্ত বাঁধে।

বুলগেরিয়া, উত্তর মেসিডোনিয়া ও মন্টেনিগ্রো তাদের আকাশ সীমায় রাশিয়াকে নিষিদ্ধ করে। ফলে ল্যাভরভ তার সার্বিয়া সফর বাতিল করতে বাধ্য হন। এমন ‘শত্রুতামূলক’ আচরণের জন্য ওই তিন দেশের নিন্দা করেছে রাশিয়া।

ক্রেমলিন মুখপাত্র দিমিত্রো পেসকভ সাংবাদিকদের জানিয়েছেন, তাদের এমন আচরণের জন্য শীর্ষ পর্যায়ে সভাটির সময় সীমা বদলাতে হয়েছে। পেসকভের দাবি, ষড়যন্ত্র করলেও বন্ধুসুলভ দেশসমূহের সাথে রাশিয়ার যোগাযোগ তারা বন্ধ করতে পারবে না।