খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক : বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি খাগড়াছড়ি জেলা শাখা’র উদ্যোগে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রাথমিক শিক্ষকদের ভূমিক্” শীর্ষক আলোচনা সভা ও কৃতি শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ১সেপ্টেম্বর শুক্রবার সকালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর ঘুরে ইনস্টিউটের প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে অত্র ইনস্টিউটের অডিটোরিয়ামে আলোচনা সভা ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে বাংলাদেশ শিক্ষক সমিতি খাগড়াছড়ি জেলা শাখা’র সভাপতি মো: মাসুদ পারভেজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা,এমপি এবং অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শাখার প্রাথমিক শিক্ষক সমিতি’র সাধারণ সম্পাদক কার্তিক ত্রিপুরা। প্রধান অতিথির বক্তব্যে সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন,শেখ হাসিনা প্রজ্ঞা প্রজ্জ্বলিত একজন নারী বলে আজ বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে আধুনিক থেকে আধুনিকতর করে যাচ্ছে। আমাদেরকে মানসম্মত শিক্ষার মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে টিকিয়ে রাখতে হবে’। স্মার্ট শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে’’।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া,জেলা পরিষদের সদস্য নিলোৎপল খীসা,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: সাহাব উদ্দিন প্রমুখ।
আপনার মতামত লিখুন :