মো. সোহেল রানা : খাগড়াছড়ির দীঘিনালায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে অপহরণের শিকার মিজানুর রহমানকে (৩৫) উদ্ধার করেছে দিঘীনালা থানা পুলিশ। পুলিশের অভিযানে অপহরণকারীকে চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে।
জানা গেছে, অপহৃত ব্যক্তি মো. মিজানুর রহমান নেত্রকোনা জেলার বারহাট্টা থানার আসমা ইউনিয়নের উজানগাঁও গ্রামের মৃত আ. গফুরের ছেলে। তিনি চট্টগ্রামের নাজিরহাট ফটিকছড়ির ভান্ডার শরীফ এলাকায় কৃষি কাজ করতেন।
মো. মিজানুর রহমান জানান, আমি আমার চাচাতো ভাই মো. নাজিম ফারুকের বাসায় বেড়াতে দীঘিনালায় আসি। বাসস্ট্যান্ডে পৌঁছানোর পর ভাইয়ের মোবাইল ফোন বন্ধ পেয়ে কিছুটা হতাশ হয়ে ফিরে যাওয়ার কথা ভাবতে থাকি। এ সময় মো. সহিদুল হোসেন নামে এক ব্যক্তির সঙ্গে পরিচিত হই এবং ধর্মীয় ভাই পরিচয় দিয়ে আমাকে তার নিজের বাড়িতে নিয়ে যায়। রাতে খাওয়া-দাওয়ার পর ঘুমিয়ে যাই। পরদিন সকালে আমাকে চা খাওয়ার কথা বলে নিয়ে যাওয়া হয়। এরপর আমাকে বাড়িতে এনে হাত, পা, মুখ বেঁধে আটকে রাখা হয় এবং আমার পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে মুক্তিপণের পরিমাণ কমিয়ে ৪ লাখ টাকা নির্ধারণ করা হয়।’’
পুলিশের অভিযান :-
গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা থানার এসআই মো. আবু সাইয়েদের নেতৃত্বে পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় বোয়ালখালী ইউনিয়নের পশ্চিম কাঠালতলী এলাকার সুফিয়া বেগমের বাড়িতে অভিযান চালায়। সেখানে অপহৃত মিজানুরকে আহত অবস্থায় উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে মো. রফিক (৩০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। অন্য অভিযুক্তরা পালিয়ে যায়।
দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপহৃত মিজানুর রহমান বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ আরও ৪-৫ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করেছেন। এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :