পানছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার পানছড়িতে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মৌসুমের শুরুতেই এলাকার শীতার্তদের পাশে এই সহযোগিতা প্রদান করে অনিরুদ্ধ বড়ুয়া অনি মেমোরিয়াল ট্রাস্ট। এর আয়োজক ছিল বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ পানছড়ি উপজেলা শাখা। ১০’নভেম্বর শুক্রবার সকাল এগার’টা থেকে উপজেলার তালুকদার পাড়াস্থ সাধন বড়ুয়া’র বাড়ির বাসভবন এলাকায় বিভিন্ন সম্প্রদায়ের প্রায় ৭০টি পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল ও সুয়েটার) বিতরন করা হয়। সুশীল মারমার সঞ্চালিত এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ পানছড়ি উপজেলা শাখার সভাপতি সুপ্রীতি বড়ুয়া। অনুষ্ঠানে সংগঠনের গুরুত্বপূর্ণ তথ্যাদি তুলে ধরে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির মহাসচিব প্রকৌশলী সীমান্ত বড়ুয়া ও সাবেক মহাসচিব অধ্যাপক সরোজ বড়ুয়া। বক্তারা বলেন এই সংগঠনের কাজ হলো মানুষের জন্য কাজ করা। এবারের শীতে পানছড়ি উপজেলা দিয়েই সংগঠনটি সেবার কাজ শুরু করেছে। সুন্দর এই আয়োজনের জন্য তিনি আয়োজক বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ পানছড়ি উপজেলা শাখাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় উপস্থিত থেকে আরো বক্তব্য প্রদান করেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ রামগড় শাখার সভাপতি নেপাল কান্তি বড়ুয়া, পানছড়ি শাখার সাধারণ সম্পাদক দীপায়ন বড়ুয়া ও স্থানীয় ইউপি সদস্য আসিফ করিম প্রমুখ।
আপনার মতামত লিখুন :