প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে “জুলাই সনদ” বাস্তবায়ন আদেশ জারি ও গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা কমিটি।
রোববার দুপুরে জেলা শহরের শাপলা চত্বর থেকে জামায়াতে ইসলামী একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা জামায়াত নেতৃবৃন্দ ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হাসান মারুফের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি জমা দেন।
স্মারকলিপিতে যে পাঁচটি দাবি তুলে ধরা হয়-(১) আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে “জুলাই সনদ” বাস্তবায়ন আদেশ জারি ও গণভোট আয়োজন, (২) জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর (চৎড়ঢ়ড়ৎঃরড়হধষ জবঢ়ৎবংবহঃধঃরড়হ) পদ্ধতি চালু, (৩) সকল দলের জন্য সমান রাজনৈতিক সুযোগ (খবাবষ চষধুরহম ঋরবষফ) নিশ্চিত, (৪) ফ্যাসিবাদী সরকারের জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার কার্যকর করা, (৫) স্বৈরাচার ও ক্ষমতাসীন জোটের দোসর রাজনৈতিক দলসমূহকে নিষিদ্ধ ঘোষণা।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা জামায়াতের আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, সংসদীয় আসনের এমপি প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী, জেলা সেক্রেটারি মিনহাজুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি আব্দুল মান্নান, সদর উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ ইলিয়াসসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :