প্রতিবেদক: দীঘিনালা :
ইসলামী জ্ঞান চর্চা, নৈতিক উন্নয়ন, সমাজ সংস্কার ও জনসেবামূলক কর্মকাণ্ডে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে খাগড়াছড়ি জেলা জামায়াতে ইসলামীর নির্দেশনায় দীঘিনালা থানা শাখার উদ্যোগে দাওয়াতী প্রচারাভিযানের আওতায় লিফলেট বিতরণ করা হয়।
২২ এপ্রিল (মঙ্গলবার) বিকেলে দীঘিনালা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও বাজার এলাকাগুলোতে দোকানদার ও সাধারণ মানুষের মাঝে এই প্রচারপত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত সভাপতি মাওলানা হেলাল উদ্দিন, সেক্রেটারি মো. আক্কাছ আলী, বাইতুলমাল সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলাম এবং কবাখালী ইউনিয়নের ইউনিট সভাপতি মাওলানা নুরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এই প্রচারণার মাধ্যমে সমাজে ইসলামী মূল্যবোধ ছড়িয়ে দেওয়া, নৈতিক অবক্ষয় প্রতিরোধ এবং সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের কল্যাণ সাধনের লক্ষ্যে সংগঠনটি কাজ করে যাচ্ছে। তারা গণতান্ত্রিক এবং নিয়মতান্ত্রিক উপায়ে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে চলছে।
আপনার মতামত লিখুন :