মো: সোহেল রানা:
সেবা ও নেতৃত্ব বিকাশে গার্ল গাইডিং, আপনি সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন’— প্রতিপাধ্য ধারন করে খাগড়াছড়ি দীঘিনালায় গার্ল গাইডস এসোসিয়েশন এর উদ্যোগে ৫ দিন ব্যাপি ‘বিজ্ঞপাখি মৌলিক প্রশিক্ষণ’ সম্পন্ন হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) সকাল ১১ টায় প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি কার্যক্রম সম্প্রসারণ কর্মসূচির আওতায় উপজেলার বোয়ালখালী ইউনিয়নের বোয়ালখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৫ দিন ব্যাপি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়৷ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা গার্ল গাইডস এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মোঃ মামুনুর রশীদ।
এতে উপদেষ্টা মোঃ মামুনুর রশীদ বলেন, ‘গার্ল গাইডস নারী নেতৃত্ব গঠনে ভূমিকা রাখছে। এর পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীদের মাঝেও নেতৃত্ব বিকাশের ফলে সুনাগরিক হিসেবে নিজ ও অপরের প্রতি কর্তব্য পালনেরও সুযোগ সৃষ্টি হচ্ছে৷’ এ সময় তিনি গার্ল গাইডসদের দেশপ্রেম ও সততার সঙ্গে বেড়ে উঠতে আহ্বান জানান। সমাপনীঅনুষ্ঠানে গার্ল গাইডস এসোসিয়েশন চট্টগ্রাম আঞ্চলিক ট্রেজারার ও কোর্স পরিচালক চৌধুরী ফাহমী নাহিদা নাজনীনের সঞ্চালনায় স্বাগত বক্তব্যদেন উপজেলা গার্লগাইডস এসোসিয়েশনের কমিশনার অমরা চাকমা। এ সময় অন্যদের মধ্যে চট্টগ্রাম আঞ্চলিক কমিশনার মিজ বীনা প্রভা চাকমা, খাগড়াছড়ি জেলা গার্ল গাইডের এসোসিয়েশনের কমিশনার শ্রীলা তালুকদার, দীঘিনালা উপজেলা স্কাউটের কমিশনার একেএম বদিউজ্জামান, সাধারণ সম্পাদক মো. আক্কাস আলী, সহকারী কমিশনার সোহানুর রহমান, বোয়ালখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক পংকজ কুমার চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। পরে সমাপনী অনুষ্ঠানে উপজেলার ৫০টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাদের হাতে সনদ ও উপহার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মামুনুর রশীদ।
আপনার মতামত লিখুন :