ফিলিস্তিনের গণহত্যার প্রতিবাদে ইউরোপ সহ সারা পৃথিবী প্রতিবাদে যখন উত্তাল তখন বর্বর গণহত্যাকারী ইজরায়েলের পক্ষে ভারতে মিছিল করেছে বিজেপি। তাদের এই প্রতিক্রিয়া নিয়ে এবার মুখ খুললেন আলোচিত অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য।
মঙ্গলবার ইউটিউবে এক পোস্টে ভারতের এমন প্রতিক্রিয়া নিয়ে মন্তব্য তুলে ধরেন তিনি।
পিনাকী বলেন, প্যালেস্টাইনে গণহত্যার বিরুদ্ধে সারা দুনিয়ায় প্রতিবাদ মিছিল হচ্ছে। সম্ভবত সবচেয়ে বেশী ইসরায়েল-বিরোধী মিছিল হচ্ছে ইউরোপ আর আমেরিকায়। কিন্তু ভারতে এই গণহত্যার প্রতিক্রিয়া বেশ ইন্টারেষ্টিং।
গাজায় গণহত্যার প্রতিবাদে এই সপ্তাহে কলকাতায় এক মিছিলে যাদের হাতে প্যালেস্টাইনের জাতীয় পতাকা ছিলো তাদেরকে পুলিশ আটক করে সেই মিছিল ছত্রভঙ্গ করেছে। বিজেপি শাসিত ভারতীয় রাজ্যগুলোতে তো মানুষ ভয়ে প্রায় প্যালেস্টাইনের প্রতি কোনোভাবে সংহতি দেখাতেই পারেনি।
অন্য দিকে পশ্চিমবঙ্গেই কাকিনাড়াতে ইসরায়েলের জাতীয় পতাকা নিয়ে কিছু হিন্দু মিছিল করেছে, স্পষ্টতই গাজায় গণহত্যার সমর্থনে। ঐটি ছিলো আসলে রামনবমীর মিছিল। আমরা জানি যে ভারতে আজকাল রামনবমীর মিছিলে অংশগ্রহণকারীদের সাথে বন্দুকসহ অন্যান্য অস্ত্রশস্ত্র থাকে। মাঝেমাঝেই রামনবমীর মিছিল থেকে মুসলমানদের মসজিদ-মাঝারের উপর আক্রমণও করা হয়। এমন ভিডিও আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক দেখেছি।
ভারতের অনেক নাগরিক তাদের আজন্ম শত্রু মুসলমানদের নিধনে আর তাদের দুর্দশা দেখে আনন্দিত হয়ে সেইটার উদযাপন করে। এই ভারত কি সভ্য দুনিয়ার মধ্যে অন্তর্ভুক্ত?
সূত্র : ইনকিলাব
আপনার মতামত লিখুন :