দীঘিনালায় বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপন


admin প্রকাশের সময় : এপ্রিল ৮, ২০২৫, ৮:৪৪ অপরাহ্ন /
দীঘিনালায় বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপন

মো: সোহেল রানা
‘সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম’ প্রতিপাদ্য ধারন করে খাগড়াছড়ি দীঘিনালায় স্কাউটের আয়োজনে বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (৮এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে বাংলাদেশ স্কাউট দীঘিনালা শাখার আয়োজনে স্কাইট দিবস উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা স্কাউটের সভাপতি মোঃ মামুনুর রশীদ সভাপতিত্বে উপজেলা স্কাউটের সহকারী কমিশনার নজরুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্যদেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের চট্টগ্রাম বিভাগীয় রোভার নেতা প্রতিনিধি প্রভাষক দুলাল হোসেন, দীঘিনালা উপজেলা স্কাউটের কমিশনার একেএম বদিউজ্জামান জীবন, সম্পাদক মো: আক্কাস আলী।
নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা স্কাউটের সভাপতি মোঃ মামুনুর রশীদ বলেন, ‘স্কাউট সদস্যরা সুনাগরিক গঠনে কাজ করছে। সামাজিক সেচ্ছসেবী সংগঠন হিসেবে স্কাউটারবৃন্দ সমাজের নানান দুর্যোগ ও সংকটে এগিয়ে আসে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফ উদ্দীন বিপ্লব, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সটাক্টর মো: মাইন উদ্দিন, সাংবাদিক মো: সোহেল রানা, উপজেলা স্কাউটের সহকারী কমিশনার সোহানুর রহমান, পৃষ্ঠ- পোষক সদস্য মো: আলমগীর হোসেন, যুব রেড ক্রিসেন্ট দলের প্রতিনিধি জাকির হোসেনসহ স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা। পরে কাব সদস্যদের সাথে নিয়ে বাংলাদেশ স্কাউটস দিবসের কেক কাটেন অতিথিরা। উল্লেখ যে, বিশ্বব্যাপী স্কাউটিং একটি সামাজিক আন্দোলনের নাম। বিশ্বের প্রায় ১৬১ টি দেশে তিন কোটিরও বেশি সদস্য স্কাউট আন্দোলনের সাথে জড়িত। ১৯৭২ সালের ৮ এপ্রিল স্বাধীন বাংলাদেশে বয় স্কাউট সমিতি গঠিত হয়। ১৯৭৪ সালে বিশ্ব স্কাউটস সংস্থার ১০৫ তম সদস্য হিসেবে স্বীকৃতি পেয়েছিল ‘বাংলাদেশ স্কাউটস সমিতি’। ১৯৭৮ সালে বয় স্কাউট সমিতির নাম বাংলাদেশ স্কাউটস নামকরণ করা হয়। মেয়েদের সুযোগ দেয়ার জন্য ১৯৯৪ সালে গার্ল-ইন স্কাউটিং চালু করা হয়। বিশ্বের ষষ্ঠ বৃহত্তম স্কাউট বাংলাদেশ। বিশ্বব্যাপী সমাদৃত এই সেচ্ছাসেবী সংগঠনের যাত্রা শুরু অনেক আগে। ১৯০৭ সালে রবার্ট স্টিভেন্সন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল এই যুব আন্দোলনের প্রতিষ্ঠা করেন। ২৯ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর ১৯০৭ পর্যন্ত ইংল্যান্ডের ব্রাউন-সি দ্বীপে ব্যাডেন পাওয়েল পরীক্ষামূলক ক্যাম্প আয়োজন করেছিলেন। সেখান থেকেই শুরু হয় বিশ্বব্যাপী স্কাউটিংয়ের পথ চলা।