ঈদযাত্রা নিশ্চিতে দীঘিনালায় ভ্রাম্যমান আদালতের অভিযান


admin প্রকাশের সময় : মার্চ ৩০, ২০২৫, ১০:১০ অপরাহ্ন /
ঈদযাত্রা নিশ্চিতে দীঘিনালায় ভ্রাম্যমান আদালতের অভিযান

মো: সোহেল রানা:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালায় নিরাপদ ঈদ যাত্রা, অতিরিক্ত মূল্যে গরুর মাংস বিক্রি ও দোকানেগুলোতে মূল্য তালিকা না থাকায় জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার (৩০ মার্চ) উপজেলার বোয়ালখালী নতুন বাজার ও মেরুং বাজারে এ অভিযান পরিচালনা করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রশীদ।

এই অভিযানে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে ভাড়া আদায় করায় খাগড়াছড়ি পরিবহণ নামের একটি বাসকে ৫ হাজার টাকা জরিমানা ও গরুর মাংস অতিরিক্ত দামে বিক্রি করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়৷ এ ছাড়াও খাদ্যপণ্যের দোকানসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকানে অভিযান পরিচালনা করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ও ৩৮ ধারা অনুযায়ী ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৪ হাজার ৮ শত টাকা জরিমানা করা হয়। এছাড়াও যাত্রীদের থেকে অতিরিক্ত আদায় করা ভাড়া উদ্ধার করে যাত্রীদের নিকট ফিরিয়ে দেয় ভ্রাম্যমান আদালত। অভিযানে উপজেলা প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের স্যানেটারি বিভাগ, বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অভিযান পরিচালনা শেষে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রশীদ বলেন, ‘যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায়, গরু মাংসের দাম অতিরিক্ত আদায়সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং করা হয়। এসময় সংশ্লিষ্ট আইনে ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৪ হাজার ৮ শত টাকা করিমানা করা হয়। ’এ সময় দীঘিনালা উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর তনজিম চাকমা, দীঘিনালা থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নারায়ন চন্দ্র, বোয়ালখালী নতুন বাজার পরিচালনা কমিটির সভাপতি সুভাষ সাহা ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।