মানিকছড়ি, প্রতিনিধি
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার মহামুনিতে প্রতিষ্ঠিত অন্যতম ক্রীড়া সংগঠন সানফ্লাওয়ার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়।
মঙ্গলবার বাদ আছর উপজেলার মহামুনিতে ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক এনাম। এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি মো. আরব আলী, যুগ্ম সম্পাদক সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান মাষ্টার, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা অলিউল্লাহ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর হোসেন, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব মহিউদ্দিন কিশোর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শাহিনুর রহমান শাহীন, একতা যুব সংঘ’র সভাপতি মো. জাকির হোসেন শান্তসহ বিভিন্ন রাজনৈতিক, ক্রীড়া ও সামাজিক সংগঠনে নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে সানফ্লাওয়ার স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়। এতে আনোয়ার হোসেনকে সভাপতি, সঞ্জয় দেব নাথকে সিনিয়র সহ-সভাপতি, জাবেদ চৌধুরীকে সাধারণ সম্পাদক, সুমন দাশকে সাংগঠনিক সম্পাদক ও মোশাররফ হোসেন’কে যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।
আপনার মতামত লিখুন :