বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাচালান রোধে বিজিবির টানা অভিযান চলছে। ফুলতলী, জারুলিয়া ছড়ি ও ভাল্লুক খাইয়া সীমান্তের বিভিন্ন পয়েন্টে চিরুনি অভিযানে ১১ বিজিবি গরু, সয়াবিন তেল, পাম্প তেল, সাবুদানা ও একটি মোটরসাইকেলসহ প্রায় ১১ লক্ষ ২১ হাজার ৪০০ টাকার পণ্য জব্দ করেছে।
১৬ মার্চ ভোরে পৃথক অভিযানে ১১ বিজিবির টহল দল তুলাতলি সড়ক থেকে ১,৩৫০ লিটার সয়াবিন তেল, ফুলতলী ও জারুলিয়া ছড়ি সীমান্ত এলাকা থেকে ৫টি গরু, ১টি মোটরসাইকেল, ১৭৫ কেজি সাবুদানা, ১৪০ লিটার পাম্প তেল ও ৮৭ পিস মেহেদি জব্দ করে।
১১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম কফিল উদ্দিন কায়েসের নির্দেশনায়, সরকারি পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে টহল দল ও বিজিবির সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।
সীমান্ত এলাকার সচেতন মহল মনে করে, চোরাকারবারিরা বেপরোয়া হয়ে উঠলেও বিজিবির কঠোর নজরদারি ও চিরুনি অভিযানের ফলে তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, গর্জনিয়া বাজারের ১৫-২০ জন ব্যবসায়ীসহ শতাধিক সিএনজি, মোটরসাইকেল ও টমটম চালক চোরাচালানের সঙ্গে জড়িত।
সম্প্রতি ফুলতলী, ভাল্লুক খাইয়া ও জারুলিয়া ছড়ি সীমান্তে বিজিবির কড়া নজরদারির ফলে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আসলেও নাইক্ষ্যংছড়ি সদর, চাকঢালা, ঘুমধুম, তুমব্রু ও লেবুছড়ি বাজার থেকে এখনও মিয়ানমারে পণ্য পাচার অব্যাহত রয়েছে। স্থানীয়দের মতে, প্রায় ১০ হাজার চোরাকারবারী এই কাজে জড়িত। রোহিঙ্গা ক্যাম্পের কিছু সদস্যও দেশীয় পণ্য পাচারে যুক্ত রয়েছে বলে জানা গেছে।
বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম কফিল উদ্দিন কায়েস জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে এবং অবৈধ অস্ত্র, মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :