খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক : তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের বালক-বালিকা (অনূর্ধ্ব-১৭) ফাইনালে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছে খাগড়াছড়ি বালিকা দল।
৮ ফেব্রুয়ারি শনিবার বিকেলে চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে রাঙামাটি বালিকা দলকে টাইব্রেকারে ৩-২ গোলে পরাজিত করে খাগড়াছড়ি অনূর্ধ্ব-১৭ বালিকা দল চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।
এ টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের জন্য সেরা খেলোয়াড় ও ম্যান অব দ্যা ফাইনাল হিসেবে নির্বাচিত হয়েছেন খাগড়াছড়ির ইশিতা ত্রিপুরা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা:
ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন এবং সভাপতিত্ব করেন চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আনোয়ার পাশা।
এ সময় আরও উপস্থিত ছিলেন:
- এস এম গিয়াসউদ্দিন বারর, অধ্যক্ষ, চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ
- আব্দুল বারী, চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার
- হারুন অর রশিদ, খাগড়াছড়ি ক্রীড়া অফিসার
- রেজাউল করিম, বান্দরবান জেলা ক্রীড়া অফিসার
- মো. নজরুল ইসলাম, খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার প্রস্তাবিত এডহক কমিটির সদস্য
- সুলতান আহমদ ভূঁইয়া, ক্রীড়া সংগঠক
- জ্যোতি বসু ত্রিপুরা, খাগড়াছড়ি প্রমিলা ফুটবল কোচ
- আনিসুল আলম চৌধুরী (আনিক), ক্রীড়া সংগঠক
- মাদল বড়ুয়া, আক্তার হোসেন রুবেল, আনোয়ার হোসেন, ক্যাপ্রুচাই মারমাসহ আরও অনেকে।
খাগড়াছড়ি বালিকা দলের এই সাফল্য জেলার ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। তাদের এ অর্জন ভবিষ্যতে নারীদের ফুটবলে আরও অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন :