দীঘিনালা কাঠ ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারি ৩, ২০২৫, ৮:০০ অপরাহ্ন /
দীঘিনালা কাঠ ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

মো সোহেল রানা : খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

১ ফেব্রুয়ারি শনিবার  বিকেলে বোয়ালখালী নতুন বাজার কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির অস্থায়ী কার্যালয়ে এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আফছার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. বেদারুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদ হোসেন সুমন, জেলা বিএনপির উপদেষ্টা মো. মাসুদ রানা, দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম সফি, কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির এডহক কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন এবং দীঘিনালা উপজেলা সমবায় অফিসার ত্রিনয়ন চাকমা।

অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সভাপতি মো. শরিফুল ইসলাম, সহ-সভাপতি মিন্টু চৌধুরী, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, সহ-সম্পাদক মো. আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. শহীদ, কোষাধ্যক্ষ মো. শাহজাহান সাজু, দপ্তর সম্পাদক মো. ফরুক মিয়া এবং কার্যনির্বাহী সদস্য মো. আব্দুল রহিম মিয়া, প্রসিত চাকমা, মো. মোবারক হোসেন, মো. বাহার ও মো. কামরুল হাসান শপথ গ্রহণ করেন। শপথবাক্য পাঠ করান খাগড়াছড়ি জেলা সমবায় অফিসার হিলটন ত্রিপুরা।