দীঘিনালায় অবৈধভাবে পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারি ৩, ২০২৫, ৭:৫৫ অপরাহ্ন /
দীঘিনালায় অবৈধভাবে পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

মো সোহেল রানা : খাগড়াছড়ির দীঘিনালায় স্কেভেটর ব্যবহার করে পাহাড় কাটার অভিযোগে লাল চন্দ্র চাকমা (৮০) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

লাল চন্দ্র চাকমা উপজেলার বোয়ালখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চাপ্পাপাড়া এলাকার বাসিন্দা।

শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় উপজেলার বোয়ালখালী ইউনিয়নের চাপ্পাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ।

তিনি জানান, অবৈধভাবে পাহাড় কাটার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ১৫ ধারায় অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়, যা অনাদায়ে এক মাসের কারাদণ্ডের বিধান ছিল। অভিযানে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।

তিনি আরও বলেন, অনুমোদনহীনভাবে পাহাড় কাটা রোধে উপজেলা প্রশাসন সচেষ্ট রয়েছে এবং এই ধরনের অভিযান চলমান থাকবে।