প্রতিনিধি : রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়ে নবনিযুক্ত চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমাকে বোর্ডের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান ভাইস-চেয়ারম্যান রিপন চাকমা।
রবিবার সকাল ১০টায় কর্ণফুলী সম্মেলন কক্ষে বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ভাইস-চেয়ারম্যান রিপন চাকমার সঞ্চালনায় পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে বোর্ডের উপপরিচালক মংছেনলাইন রাখাইন বোর্ডের সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। এ সময় বোর্ডের চলমান প্রকল্পগুলোর অগ্রগতি নিয়েও আলোচনা করা হয়।
নবনিযুক্ত চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা তাঁর বক্তব্যে সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি তাঁর দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন এবং পার্বত্যবাসীর কল্যাণে বোর্ডের কার্যক্রমকে আরও কার্যকর করার আশাবাদ ব্যক্ত করেন। তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা ১৯৫৫ সালে রাঙামাটিতে জন্মগ্রহণ করেন এবং ১৯৭৭ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার পদে কমিশন লাভ করেন। তিনি মেজর জেনারেল পদে থাকাকালীন ২০০৯-২০১৪ পর্যন্ত বাংলাদেশ সরকারের রাষ্ট্রদূত হিসেবে মিয়ানমারে দায়িত্ব পালন করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান রিপন চাকমা (যুগ্মসচিব), সদস্য-অর্থ মো. জসীম উদ্দিন (উপসচিব), সদস্য-বাস্তবায়ন জাহিদ ইকবাল (উপসচিব), সদস্য-প্রশাসন সুজন চৌধুরী (উপসচিব), উপপরিচালক মংছেনলাইন রাখাইন, হিসাব রক্ষণ কর্মকর্তা কল্যাণময় চাকমা, নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, পরিকল্পনা কর্মকর্তা মনতোষ চাকমা, প্রশাসনিক কর্মকর্তা সাগর পালসহ বোর্ডের অন্যান্য কর্মকর্তারা।
আপনার মতামত লিখুন :