গুইমারা উপজেলা কমিটির কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত


admin প্রকাশের সময় : জানুয়ারি ২২, ২০২৫, ৭:৫১ অপরাহ্ন /
গুইমারা উপজেলা কমিটির কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

আলী : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি নিশ্চিত করতে জাতি, ধর্ম ও সংস্কৃতিভেদে মানুষের মধ্যে সহনশীলতা বাড়ানো, আচরণের ইতিবাচক পরিবর্তন আনা এবং পারস্পরিক আস্থা ও বিশ্বাস স্থাপনের লক্ষ্যে গুইমারা উপজেলা কমিটির কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

২২ জানুয়ারি (বুধবার) দুপুরে গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে ইউএনডিপি। উপজেলা ফ্যাসিলিটেটর মোহাম্মদ সেলিম উদ্দিনের সঞ্চালনায় এবং ফোরামের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভার উদ্বোধন করেন গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার।

সভায় গুইমারা উপজেলা কমিটির উপদেষ্টা মণ্ডলী ও সদস্যরা উপস্থিত ছিলেন। ইউএনডিপি’র উদ্যোগে গঠিত স্থানীয় স্বেচ্ছাসেবক মধ্যস্থতা ফোরামের সদস্যরা এলাকার স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, মানুষের মধ্যে আস্থা এবং পারস্পরিক বিশ্বাস স্থাপনে ভূমিকা রেখে চলেছেন।

উল্লেখ্য, এ ধরনের উদ্যোগ পার্বত্য অঞ্চলে সামাজিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষা এবং মানুষের মধ্যে একে অপরের প্রতি সহনশীল মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।