মানিকছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার চারটি ইউনিয়নে ১,৪৩০ জন শীতার্তের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।৬ জানুয়ারি সোমবার মানিকছড়ি সদর ইউনিয়নে ৩৫০ জন শীতার্তের মাঝে কম্বল বিতরণের মাধ্যমে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আফরোজ ভুঁইয়া। এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন, ইউপি সচিব দ্বীপলাল ত্রিপুরা এবং আরও অনেকে।
উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আফরোজ ভুঁইয়া জানান, সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত শীতবস্ত্র এই কার্যক্রমের মাধ্যমে উপজেলার অসহায়, গরিব ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে।
বাটনাতলী, যোগ্যাছোলা ও তিনটহরী ইউনিয়নে ৭৫০ জন শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হবে।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে আরও ৩৩০ জনের মাঝে বিতরণ সম্পন্ন হবে।
এই কার্যক্রম সংশ্লিষ্ট দপ্তর এবং ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।
স্থানীয়রা এই উদ্যোগকে অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেছে, যা শীতার্ত মানুষের কষ্ট কিছুটা লাঘব করতে সহায়তা করবে।
আপনার মতামত লিখুন :