গাছবান প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কুমারধন পাড়া একাদশ


admin প্রকাশের সময় : জানুয়ারি ৬, ২০২৫, ৯:২৯ অপরাহ্ন /
গাছবান প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কুমারধন পাড়া একাদশ

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক : খাগড়াছড়ি সদরস্থ গাছবান কিলোমিটার মাঠে গাছবান সচেতন যুব সমাজের উদ্যোগে আয়োজিত গাছবান প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
৬ জানুয়ারি সোমবার বিকালে অনুষ্ঠিত এই ফাইনালে কুমারধন পাড়া একাদশ ৩৬ রানে বাওড়া একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টে ১৭টি দল অংশ নেয়, যার মধ্যে অপ্রতিরোধ্য পারফরম্যান্স দেখিয়ে দুটি দল ফাইনালে পৌঁছায়। উশ্যেপ্রু মারমা উভয় পুরস্কার জিতে টুর্নামেন্টে নিজের দক্ষতার প্রমাণ দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের সদস্য পূর্ণভূষণ ত্রিপুরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা।
ধনেশ্বর ত্রিপুরা বলেন, “ক্রিকেটকে রাজাদের খেলা বলা হয়, যা বর্তমান সময়ে অত্যন্ত জনপ্রিয়। এ ধরনের খেলা আয়োজনের মাধ্যমে এলাকার যুবসমাজে শৃঙ্খলা ও সম্প্রীতি বৃদ্ধি পায়। ক্রিকেট শুধু খেলা নয়, এটি এক ধরণের সামাজিক সুগন্ধি ছড়ায়।”
আলোচনা সভা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে প্রাইজমানি তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ, ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজন চাকমা এবং ইউনিয়ন পরিষদের সদস্য শ্যামল কান্তি ত্রিপুরা।
টুর্নামেন্টের মাধ্যমে যুবসমাজে ক্রীড়া চর্চার প্রসার এবং এলাকার বন্ধুত্বপূর্ণ পরিবেশ আরও সুদৃঢ় হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।