প্রতিনিধি : খাগড়াছড়িতে নারী ক্ষমতায়ন ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে প্রমোটিং জেন্ডার রেসপনসিভ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট অ্যান্ড টিভেট সিস্টেম (প্রোগ্রেস) প্রকল্পের উদ্বোধন ও সচেতনতা বৃদ্ধির জন্য একটি সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ ডিসেম্বর মঙ্গলবার খাগড়াছড়ি সদরের মিলনপুরে হোটেল গাইরিং কনফারেন্স রুমে জাবারাং কল্যাণ সমিতির আয়োজনে এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার অর্থায়নে এই প্রকল্পের কার্যক্রম শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা। অনুষ্ঠানের প্রধান অতিথি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা বলেন, “প্রোগ্রেস প্রকল্পের মাধ্যমে নারীদের দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টির সুযোগ এবং জাতীয় অর্থনীতিতে তাদের ভূমিকা শক্তিশালী হবে।”
প্রকল্পটি নারী ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর উদ্যোক্তা ও দক্ষতা বিকাশে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করবে। এছাড়া, কৃষি প্রক্রিয়াজাতকরণ খাতেও উন্নয়নের সুযোগ তৈরি করা হবে।
অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্য মো. শহিদুল ইসলাম সুমন, পর্যটন মোটেলের ব্যবস্থাপক উত্তম কুমার নাথ, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান, নারী উদ্যোক্তা শাপলা দেবী ত্রিপুরাসহ অন্যান্য সমাজকর্মী ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :