সোহেল রানা : খাগড়াছড়ির দীঘিনালায় হাইকোর্টের আদেশে দুটি ইটভাটা বন্ধ ঘোষণা করা হয়েছে এবং ভাটা মালিকদের কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
২৩ ডিসেম্বর সোমবার সকালে উপজেলার মেরুং ইউনিয়নের ফোরবিএম ও কেবিএম নামক ইটভাটাগুলোতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ।
অভিযান চলাকালে ইউএনও মামুনুর রশীদ জানান, হাইকোর্টের রিট পিটিশনের নির্দেশ অনুযায়ী উপজেলার সব ইটভাটা বন্ধ ঘোষণা করা হয়েছে। আদালতের ভিন্ন কোনো আদেশ না দেওয়া পর্যন্ত ভাটাগুলোর কার্যক্রম স্থগিত থাকবে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ১৫ ধারা অনুযায়ী দুটি ভাটা থেকে মোট ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় ভাটাগুলোর আগুন নিভিয়ে সেখানে বন্ধের ঘোষণা সংবলিত ব্যানার টাঙানো হয়।
অভিযানে উপস্থিত ছিলেন দীঘিনালা বন বিভাগের মেরুং রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা মো. জাফর উল্লাহ, দীঘিনালা থানার উপ-পরিদর্শক মো. আলাউদ্দিন এবং দীঘিনালা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার পংকজ কুমার বড়ুয়া।
আপনার মতামত লিখুন :