সবুজ পাতার ডেস্ক : পার্বত্য অঞ্চলে মারমা জাতির শিক্ষা, শান্তি, ঐক্য, প্রগতি, এবং মহিলাদের আর্থ-সামাজিক উন্নয়নসহ সামগ্রিক উন্নয়নে কাজ করছে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ। শুক্রবার সকালে খাগড়াছড়ি পৌর টাউন হলে সদর উপজেলা শাখা আহ্বায়ক কমিটির উদ্যোগে আয়োজিত কাউন্সিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের প্রতিষ্ঠাতা ও স্থায়ী কমিটির চেয়ারম্যান উঃ ম্রাসাথোয়াই মারমা এ কথা বলেন।
ম্রাসাথোয়াই মারমা জানান, পার্বত্য অঞ্চলের অন্যান্য জনগোষ্ঠীর তুলনায় মারমা সম্প্রদায়ের মানুষ বিভিন্নভাবে পিছিয়ে রয়েছে। মারমা সম্প্রদায়ের ভোটার সংখ্যা প্রায় ৪৫ হাজার হলেও আমরা সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে প্রায়ই বঞ্চিত হচ্ছি। অধিকার আদায়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার পাশাপাশি তাদের রাজনৈতিক শিক্ষা, সামাজিক একতা ও উন্নত চিন্তা-চেতনা তৈরি করতে হবে। এভাবেই আমরা সমাজ বিনির্মাণের প্রধান হাতিয়ার হয়ে উঠবে।
ম্রাসাথোয়াই মারমা আরও বলেন, বর্তমান সময়ে স্বামী-স্ত্রী উভয়কেই আয়ের উৎস খুঁজতে হবে। মারমা সম্প্রদায়ের অধিকাংশই কৃষি নির্ভর চিন্তা-ভাবনায় আবদ্ধ, কিন্তু এখন পরিবর্তনের সময়। প্রযুক্তির ব্যবহার, ব্যবসা-বাণিজ্য এবং কর্মমুখী কর্মকাণ্ডের মাধ্যমে আয় বৃদ্ধির দিকে মনোযোগ দিতে হবে।
“বৈষম্যহীন সমাজ বিনির্মাণ হোক, আমাদের অঙ্গীকার” প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত এই কাউন্সিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সহ-সভাপতি রাপ্রু মারমা।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা শাখার সভাপতি কংচাইরী মাস্টার, সাধারণ সম্পাদক কংজ প্রু মারমা, স্থায়ী কমিটির সদস্য মংশি মারমা, সাংগঠনিক সম্পাদক রুমেল মারমা, যুব ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার ক্যরী মগসহ সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা।
কাউন্সিল শেষে মংখৈই মারমাকে সভাপতি এবং থৈহ্লাঅং মগকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ খাগড়াছড়ি সদর উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।
আপনার মতামত লিখুন :