রুমা প্রতিনিধিঃ রুমা-বান্দরবান:
আজ ২১ ডিসেম্বর ২০২৪ শনিবার, সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ৯৭ পদাতিক ব্রিগেডের সার্বিক তত্ত্বাবধানে এবং রুমা জোনের আওতাধীন সুংসুং পাড়া আর্মি ক্যাম্পে পাহাড়ি জনগণের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
এই সেবায় অংশ নেয় ১ বীর, যা সম্প্রীতি ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের অংশ হিসাবে আয়োজন করে। চিকিৎসা সেবা প্রদান করেন বিএসএস-নয়া ক্যাপ্টেন মোঃ র-সিন জামান অয়ন (আরএমও-১ বীর) এবং ডাঃ সুদীপ্তা বড়ুয়া, এমবিবিএস (সিইউ), পিজিটি (চর্ম ও এলার্জি), সিসিডি (বারডেম) ডায়াবেটিস, মা ও শিশু বিশেষজ্ঞ।
সারাদিনব্যাপী আয়োজনে মোট ৩৫০ জন পাহাড়ি রোগী—১১০ জন পুরুষ, ১৫০ জন নারী এবং ৯০ জন শিশু—চিকিৎসা সেবা লাভ করেন। তাদের মধ্যে বিভিন্ন পাড়ার মারমা, বম, ত্রিপুরা, খুমী এবং ম্রো জনগোষ্ঠী অন্তর্ভুক্ত। চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১ বীরের ভারপ্রাপ্ত অধিনায়ক। তিনি পাড়াবাসীদের আশ্বস্ত করেন যে, পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় বসবাসরত জনগণের জন্য এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
এ ধরনের কার্যক্রম পাহাড়ি অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীর এ উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে গভীর প্রশংসা অর্জন করেছে।
আপনার মতামত লিখুন :