মো: সোহেল রানা
খেলবো লড়বো জিতবো, শান্তি সম্প্রীতির বাংলাদেশ গড়বো প্রতিপাদ্যে খাগড়াছড়ির দীঘিনালায় বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা হয়েছে।
গতকাল(সোমবার) সন্ধ্যা সাড়ে ৭ টায় দীঘিনালা উপজেলা পরিষদের কমপ্লেক্সের খেলা মাঠে দীঘিনালা ক্রীড়া সংস্থার আয়োজনে বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে স্থানীয় শিল্পী অংশ গ্রহনে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মনির আহম্মদ সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার ও দীঘিনালা ক্রীড়া সংস্থার আহবায়ক মো: মামুনুর রশীদ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দীঘিনালা জোনের ৪ই বেংগলের জোন অধিনায়ক লে: কর্ণেল মো: ওমর ফারুক পিএসসি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দীঘিনালা জোনের ৪ই বেংগলের মেজর মো: নাজমুল হাসান রিজভী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফ উদ্দীন বিপ্লব, দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাকারিয়া, দীঘিনালা ক্রীড়া সংস্থার সাংবাদিক প্রতিনিধি ও দীঘিনালা প্রেসক্লাব সভাপতি মো: সোহেল রানা, দীঘিনালা ক্রীড়া সংস্থার সদস্য মো: আলমীগর হোসেন, কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নলেজ চাকমা, দীঘিনালা বিএনপি যুবদলের আহবায়ক মো: মোতালেব হোসেন , বাংলাদেশ ইসলাীম শাসনতন্ত্র দীঘিনালা প্রতিনিধি মো: জহিরুল ইসলাম প্রমূখ।
ফাইনাল খেলায় অংশনেয় বিজয় দিবস ব্যাডমিন্টন ফেডারেশন-১ ও দীঘিনালা ডায়াগনস্টিক সেন্টার । এতে দীঘিনালা ডায়াগনস্টিক সেন্টার ০২ ও বিজয় দিবস ব্যাডমিন্টন ফেডারেশন ০১, দীঘিনালা ডায়াগনস্টিক সেন্টার চ্যাম্পিয়ন (অপু,জুয়েল,রনি) ও রানারআপ ব্যাডমিন্টন ফেডারেশন ১দীঘিনালা( শিবু,সুমন, অজিত)। পরে প্রধান অতিথি জোন অধিনায়ক লে: কর্ণেল মো: ওমর ফারুক দীঘিনালা ডায়াগনস্টিক সেন্টার চ্যাম্পিয়ন (অপু,জুয়েল,রনি) ও রানারআপ ব্যাডমিন্টন ফেডারেশন ১দীঘিনালা( শিবু,সুমন, অজিত) হাতে ট্রফি ও চেক তুলে দেন। উল্লেখ্য গত ১১ডিসেম্বর বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্ণামেন্ট উদ্বোধন করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার কমিটির আহ্বায়ক মোঃ মামুনুর রশীদ।
আপনার মতামত লিখুন :