ভারতীয় কোস্টগার্ডের হাতে দুই নৌযানসহ ৭৯ বাংলাদেশি আটক


admin প্রকাশের সময় : ডিসেম্বর ১০, ২০২৪, ৬:০৫ অপরাহ্ন /
ভারতীয় কোস্টগার্ডের হাতে দুই নৌযানসহ ৭৯ বাংলাদেশি আটক

 

বাংলাদেশের সমুদ্রসীমার ফেয়ারওয়ে বয়া এলাকার কাছ থেকে ভারতীয় কোস্টগার্ড দুটি মাছ ধরার নৌযানসহ ৭৯ জন বাংলাদেশি নাবিককে ধরে নিয়ে গেছে। জানা গেছে, আটক নৌযান দুটি হলো এফভি মেঘনা-৫ এবং এফভি লায়লা-২।

মালিক পক্ষের তথ্য অনুযায়ী, এফভি মেঘনা-৫ এর মালিক প্রতিষ্ঠান সিঅ্যান্ডএ অ্যাগ্রো লিমিটেড এবং এফভি লায়লা-২ এর মালিক প্রতিষ্ঠান এসআর ফিশিং। নৌযান দুটিতে যথাক্রমে ৩৭ ও ৪২ জন নাবিক ছিলেন।

জাহাজ মালিকপক্ষ লিখিতভাবে সামুদ্রিক মৎস্য অধিদপ্তরকে বিষয়টি জানিয়েছে। মালিকপক্ষ জানায়, নাবিকদের সর্বশেষ খবর অনুযায়ী, নৌযানগুলো ভারতের উড়িষ্যার দিকে নিয়ে যাওয়া হচ্ছে।

ঘটনার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বাংলাদেশ কোস্টগার্ড ও নৌপরিবহন অধিদপ্তর বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।