খাগড়াছড়ির কৃতি ফুটবল খেলোয়াড়দের সংবর্ধনা উপলক্ষে প্রস্তুতি সভা 


admin প্রকাশের সময় : ডিসেম্বর ৮, ২০২৪, ৬:৪৪ অপরাহ্ন /
খাগড়াছড়ির কৃতি ফুটবল খেলোয়াড়দের সংবর্ধনা উপলক্ষে প্রস্তুতি সভা 

সবুজ পাতার ডেস্ক : আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী খাগড়াছড়ি জেলার কৃতি ফুটবল খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানের প্রস্তুতি নিতে এক সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ ডিসেম্বর রবিবার  দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মো. সহিদুজ্জামানের সভাপতিত্বে সভায় জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে খাগড়াছড়ি পৌর টাউন হলে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সংবর্ধনার পরিকল্পনা:
অনুষ্ঠানের শুরুতে শহরে গাড়ি শোভাযাত্রা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হবে, যেখানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী এবং জেলার খেলোয়াড়রা অংশ নেবেন। শহরে ব্যাপক প্রচারণা, সজ্জা, কৃতি খেলোয়াড়দের অভিভাবকদের আমন্ত্রণ, সম্মাননা স্মারক এবং প্রাইজমানি প্রদানের জন্য একটি খসড়া বাজেট প্রণয়ন করা হয়েছে।

সংবর্ধিত খেলোয়াড়রা:
এই অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হবে আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ সাফল্য অর্জনকারী নিম্নলিখিত কৃতি খেলোয়াড় ও কোচকে:

  • মনিকা চাকমা: সাফ অনূর্ধ্ব-১৯ উইমেন্স চ্যাম্পিয়নশিপ বিজয়ী, লক্ষীছড়ি।
  • আসিফ মাহমুদ ভূঁইয়া: সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের সেরা গোলকিপার, মাটিরাঙ্গা।
  • মেরি আইরিশ প্রাভেন্স ত্রিপুরা: মানিকছড়ি, কৃতি গোলকিপার।
  • ক্রানুচিং মারমা: সাফ অনূর্ধ্ব-১৬ উইমেন্স চ্যাম্পিয়নশিপ কৃতি ফুটবলার, খাগড়াছড়ি সদর।
  • কিতিং ত্রিপুরা, মাসাংয়ো মারমা, লিসা ত্রিপুরা, পাইনুছিং মারমা, সূচিমিতা ত্রিপুরা: সাউথ এশিয়ান ইয়ুথ স্কুল ফুটসাল কাপ চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়।
  • জ্যোতিষ বসু ত্রিপুরা: সাউথ এশিয়ান ইয়ুথ স্কুল ফুটসাল কাপ চ্যাম্পিয়ন দলের কোচ।

সভায় অংশগ্রহণকারীরা:
প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. ছাবিউল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান আরিফ, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মাহমুদা বেগম, জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মনজিলা সুলতানা, জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ, আনসার-ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মো. আরিফুর রহমান, বন কর্মকর্তা মো. ফরিদ মিয়া এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ.কে.এম দিদারুল আলমসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা।

এই সংবর্ধনা অনুষ্ঠান খাগড়াছড়ি জেলার ক্রীড়াঙ্গনে উৎসাহ সৃষ্টির পাশাপাশি সাফল্যের স্বীকৃতি প্রদানে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

 

4o