প্রতিবন্ধী দিবসে খাগড়াছড়িতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান


admin প্রকাশের সময় : ডিসেম্বর ৫, ২০২৪, ৬:০৮ অপরাহ্ন /
প্রতিবন্ধী দিবসে খাগড়াছড়িতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রতিনিধি : আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে খাগড়াছড়িতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজন করে কালেক্টরেট প্রতিবন্ধী বিদ্যালয়। বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য সচেতনতামূলক এ অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল: “অর্ন্তভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ”।

বাংলাদেশ প্রবীণ, প্রতিবন্ধী এবং মাদকাসক্ত ব্যক্তিদের সমন্বিত উন্নয়ন প্রকল্প (এসডিডিবি), চট্টগ্রাম অঞ্চলের কারিতাস বাংলাদেশ, এ অনুষ্ঠানে সহযোগিতা করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার। প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। স্বাগত বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা প্রতিবন্ধী বিষয়ক অফিসার মো. শাহজাহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রফেসর আবদুল লতিফ ও সাথোয়াইপ্রু চৌধুরী এবং জেলা সহকারী বন সংরক্ষক মো. শহিদুল ইসলাম।

বক্তারা বলেন, খাগড়াছড়িতে দৃষ্টিনন্দন ও নিরিবিলি পরিবেশে কালেক্টরেট প্রতিবন্ধী বিদ্যালয় স্থাপিত হয়েছে। শিশুদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে হবে। এতে তারা পরিবারের জন্য বোঝা না হয়ে সম্পদে পরিণত হবে।

অনুষ্ঠানে কালেক্টরেট প্রতিবন্ধী বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা নৃত্য ও সংগীত পরিবেশন করে অতিথিদের মন জয় করে।