গুইমারায় সম্প্রীতি সভা অনুষ্ঠিত


admin প্রকাশের সময় : ডিসেম্বর ২, ২০২৪, ৬:৫২ অপরাহ্ন /
গুইমারায় সম্প্রীতি সভা অনুষ্ঠিত

 

গুইমারা প্রতিনিধি : খাগড়াছড়ির গুইমারা উপজেলায় সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ২ ডিসেম্বর সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার। সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ওঙ্কার বিশ্বাস, গুইমারা থানার অফিসার ইনচার্জ এনামুল হক, গুইমারা সরকারি কলেজের অধ্যক্ষ মুহাম্মদ নাজিম উদ্দিন, গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ম্রাচাথোয়াই মগ, উপজেলা বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলাম সোহাগ, সাবেক সভাপতি মো. ইউছুফ, সাধারণ সম্পাদক আরমান হোসেন, উপজেলা জামায়াতে ইসলামির আমির মো. রফিকুল ইসলাম, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মো. মাগফার হোসেন এবং গুইমারা প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম।

এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. রাসেল শেখ, সদর ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা, সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা এবং গুইমারা বাজার পরিচালনা কমিটির সভাপতি দিদারুল আলম বাবুলসহ বিভিন্ন ধর্মীয় প্রতিনিধি, বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক এবং সামাজিক ব্যক্তিত্বরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা শান্তি ও সম্প্রীতির গুরুত্ব তুলে ধরে বলেন, “প্রত্যেক ধর্মে শান্তি এবং সম্প্রীতির কথা উল্লেখ রয়েছে। যদি আমরা প্রত্যেকে নিজ নিজ ধর্মীয় অনুশাসন মেনে চলি, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব না ছড়াই এবং গুজবে কান না দিই, তাহলে গুইমারায় কোনো সমস্যার সৃষ্টি হবে না। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। একে অপরের সহযোগিতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে সম্প্রীতির বন্ধন অটুট রাখা সম্ভব।”

এই সভা গুইমারায় শান্তি, সম্প্রীতি এবং পারস্পরিক সহযোগিতার গুরুত্বকে পুনর্ব্যক্ত করে।