আব্দুল আলী : সরকারি অনুমোদন ছাড়াই অবৈধভাবে ইটভাটা পরিচালনার অভিযোগে খাগড়াছড়ি জেলার গুইমারায় দুটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। অভিযানে ভ্রাম্যমাণ আদালত ভাটাগুলোর মালিকদের ১ লাখ টাকা জরিমানা করেছেন।
২৮ নভেম্বর বৃহস্পতিবার গুইমারা উপজেলার আমতলী পাড়ায় অবস্থিত ফোরস্টার ও এসবিএম নামের ইটভাটাগুলোতে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আইরিন আক্তার।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৪ ধারা লঙ্ঘনের কারণে ১৪ ধারার আওতায় ভ্রাম্যমাণ আদালত দুটি ইটভাটাকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন। পাশাপাশি ভাটাগুলোর চিমনি ভেঙে দেওয়া হয়।
অভিযানের সময় গুইমারা থানার পুলিশ ও বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই অভিযান এলাকার পরিবেশ সংরক্ষণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
আপনার মতামত লিখুন :