মো: সোহেল রানা:
খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় মেরুং ইউনিয়নের মধ্যে বোয়ালখালী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা থানা পুলিশ মো: মোস্তফা(৩১) কে গাঁজাসহ আটক করেছে দীঘিনালা থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৮) নভেম্বর রাত ৮টায় দীঘিনালা থানা খাগড়াছড়ি সংগীয় অফিসার ও ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মেরুং ইউনিয়নের মধ্য বোয়ালখালী এলাকার নূর মোহাম্মদের বসত বাড়ী সংলগ্ন দীঘিনালা -মেরুং সড়কের উপর আসামী মোঃ মোস্তফা (৩১) কে ১ কেজি ৫০গ্রাম গাঁজাসহ আটক করা হয়। আসামীকে বিধি মোতাবেক থানা হেফাজতে রাখা হয়।
এ বিষয়ে জানতে চাইলে দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া বলেন, ‘রাতে একটি অভিযানে ১ কেজি ৫০ গ্রাম গাঁজা সহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হবে। তার নামে আর কোন মামলা আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। দীঘিনালা থানা ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণে চোরাচালান ও মাদক ব্যাবসায়ীদের ধরতে পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহণ করছে। যা ভবিষ্যতেও চলমান থাকবে।
আপনার মতামত লিখুন :