দীঘিনালায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ


admin প্রকাশের সময় : নভেম্বর ২৮, ২০২৪, ৬:০৬ অপরাহ্ন /
দীঘিনালায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

 

মো সোহেল রানা : খাগড়াছড়ির দীঘিনালায় সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য চেক বিতরণ করা হয়েছে। ২৮ নভেম্বর বৃহস্পতিবার সকালে দীঘিনালা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগিতায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এই চেক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশীদ।

এ সময় উপস্থিত ছিলেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া, দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি মো. সোহেল রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুস সালাম, বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা, বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা এবং মেরুং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ঘনশ্যাম ত্রিপুরা মানিক প্রমুখ।

১৯ সেপ্টেম্বর দিঘীনালা লারমা স্বায়ার বাজারে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে মোট ২৬৭ জনকে চেক প্রদান করা হয়। চেক বিতরণে বিভিন্ন ক্যাটাগরিতে সহযোগিতার পরিমাণ ছিল:

যানবাহন ক্ষতিগ্রস্ত ২৫ জনকে ৭,৫০০ টাকা।
হামলায় আহত ৪ জনকে ১৫,০০০ টাকা।
ভাসমান দোকান ক্ষতিগ্রস্ত ২৭ জনকে ৬,৫০০ টাকা।
সাধারণ দোকানদার ক্ষতিগ্রস্ত ৯৫ জনকে ৪,০০০ টাকা।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানদার ৮৯ জনকে ৫,৫০০ টাকা।
দোকান লুটের শিকার ২৭ জনকে ৫,৫০০ টাকা।
চেক বিতরণকালে ইউএনও মো. মামুনুর রশীদ বলেন, “অপ্রত্যাশিত কোনো ঘটনা যেন আর না ঘটে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত খবর দিতে হবে। ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানাচ্ছি। ক্ষতি কোনোদিন পুরোপুরি পূরণ করা সম্ভব নয়, তবে সরকার পুনরায় ব্যবসা শুরু করার জন্য এই সামান্য সহযোগিতা করছে।”