মো সোহেল রানা : খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। ২৮ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচনের প্রচারণার ফলে বাজারের প্রতিটি সড়ক পোস্টার ও ব্যানারে সজ্জিত হয়ে উঠেছে।
এবারের নির্বাচনে মোট ৪৮৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৭ জন প্রার্থী।
পদ ও প্রতীক অনুযায়ী প্রার্থীরা হলেন:
নির্বাচন কমিশনের মতামত:
প্রধান নির্বাচন কমিশনার জেসমিন চাকমা বলেন, “নির্বাচন অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকেই কোনো বাধা ছাড়াই ভোটগ্রহণ চলছে। আইনশৃঙ্খলা রক্ষায় প্রার্থীদের সমর্থক ও সংশ্লিষ্ট কর্মীরাও আমাদের সহযোগিতা করছেন।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি:
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, “ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ, গ্রাম প্রতিরক্ষা বাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।”
আপনার মতামত লিখুন :