প্রতিনিধি : খাগড়াছড়ির মানিকছড়িতে রবি মৌসুমে বোরো ধানের উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ কার্যক্রম পরিচালিত হয়।
২৭ নভেম্বর বুধবার সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে ৮০০ কৃষকের মাঝে ২ কেজি করে হাইব্রিড ধানের বীজ এবং ৫০০ কৃষকের মাঝে ৫ কেজি করে উফশী ধানের বীজ ও ২০ কেজি করে সার বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভূঁইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা জহির রায়হান, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ ইউনুছ নূর এবং বিভিন্ন ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা।
এই উদ্যোগ বোরো ধানের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখার পাশাপাশি কৃষকদের আর্থিক সুরক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
আপনার মতামত লিখুন :