সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে পুরস্কার বিতরণী অনুষ্ঠান


admin প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০২৪, ৬:২৬ অপরাহ্ন /
সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে পুরস্কার বিতরণী অনুষ্ঠান

প্রতিনিধি : “সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে”এই মূলমন্ত্রকে ধারণ করে বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের সেবায় সর্বদা নিয়োজিত। পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
পার্বত্য অঞ্চলের স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখতে সিন্দুকছড়ি জোন নিয়মিতভাবে গুইমারা রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে। এর অংশ হিসেবে, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতাকে উৎসাহিত করতে গুইমারা কলেজে বিতর্ক প্রতিযোগিতা, গুইমারা মডেল উচ্চ বিদ্যালয়ে রচনা প্রতিযোগিতা এবং শহীদ লে. মুসফিক বিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতাগুলোর বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ২৬ নভেম্বর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গুইমারা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোন কমান্ডার লে. কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি (জি) এবং রিজিয়ন ও জোনের অন্যান্য কর্মকর্তারা।
সেনাবাহিনীর এই উদ্যোগ পার্বত্য এলাকার শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে অনুপ্রাণিত করছে। এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের সৃজনশীল চর্চাকে সমৃদ্ধ করার পাশাপাশি পার্বত্য অঞ্চলে শান্তি ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে সহায়ক।